পটুয়াখালীর রাঙ্গাবালীতে এইচএসসি ও আলিম ২০২৫ পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গাবালী উপজেলার নেতৃবৃন্দ
মঙ্গলবারর (২৪শে জুন) রাঙ্গাবালী সরকারী কলেজ মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম নূর।অনুষ্ঠানতির সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী সরকারি কলেজের সিনিয়র প্রভাষক তাইজুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা বাইতুলমাল সম্পাদক মোঃ মহিবব্বুল্লাহ,ছাত্রশিবিরের রাঙ্গাবালী উপজেলা শাখার সেক্রেটারি হাসিবুর রহমান।
প্রধান অতিথি মুহাম্মদ রাকিবুল ইসলাম নূর তার বক্তব্যে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে অঙ্গীকার করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করে থাকে ইসলামী ছাত্রশিবির। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া করা হয়। পরে পরীক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।